যদি সে সুগন্ধী শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ সাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে।
একটি প্রেমিক খুশী হলে আমি হবো নাকি খুব আনন্দিত?
যদি সে পুকুর, এক টলটলে সদ্য খোঁড়া জলের অতল।
চাল ধুয়ে ফিরে যাক, দেহ ধুয়ে শুদ্ধি পাক স্মৃতিরা সবাই।
একটি অপার জাল, জলের ভিতর যদি সে ফিরে পায় মুগ্ধ মনোতল।
এবং গাছের ছায়া সেখানে পড়ে, তবে আমি কি খুশী না?
যদি সে চৈত্রের মাঠ -- মিলিত ফাটলে কিছু শুকনো পাতা তবে
পাতা কুড়োনীরা এসে নিয়ে যাক অন্য এক উর্বর আগুনে।
ফের সে ফিরে আসুক ফিরে সেই মাঠে শস্যবীজে, বৃষ্টির ভিতরে।
একটি শুকনো মাঠ যদি ধরে শস্য তবে আমি লাভবান।
যদি সে সন্তানবতী, তবে তার সংসারের শুভ্র অধিকারে
তোমারা সহায় হও, তোমরা কেউ বাধা দিও না হে
শিশুর মুতের ঘ্রাণে মুগ্ধ কাঁথা ভিজুক বিজনে;
একটি সংসার যদি সুখী হয়, আমিও তো সুখী
আর যদি সে কিছুই নয়, শুধু মারী, শুধু মহামারী!
ভালোবাসা দিতে গিয়ে দেয় শুধু ভুরুর অনল।
তোমরা কেউ আঘাত করো না তাকে, আহত করো না।
যদি সে কেবলি বিষ -- ক্ষতি নেই -- আমি তাকে বানাবো অমৃত!
==========
কল্যাণ মাধুরী
-আবুল হাসান
কবি আবুল হাসান
জন্ম: ৪ আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দ
মৃত্যুঃ ২৬ নভেম্বর ১৯৭৫ খ্রিস্টাব্দ
ছবিঃ নেট থেকে নেয়া।
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ সাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে।
একটি প্রেমিক খুশী হলে আমি হবো নাকি খুব আনন্দিত?
যদি সে পুকুর, এক টলটলে সদ্য খোঁড়া জলের অতল।
চাল ধুয়ে ফিরে যাক, দেহ ধুয়ে শুদ্ধি পাক স্মৃতিরা সবাই।
একটি অপার জাল, জলের ভিতর যদি সে ফিরে পায় মুগ্ধ মনোতল।
এবং গাছের ছায়া সেখানে পড়ে, তবে আমি কি খুশী না?
যদি সে চৈত্রের মাঠ -- মিলিত ফাটলে কিছু শুকনো পাতা তবে
পাতা কুড়োনীরা এসে নিয়ে যাক অন্য এক উর্বর আগুনে।
ফের সে ফিরে আসুক ফিরে সেই মাঠে শস্যবীজে, বৃষ্টির ভিতরে।
একটি শুকনো মাঠ যদি ধরে শস্য তবে আমি লাভবান।
যদি সে সন্তানবতী, তবে তার সংসারের শুভ্র অধিকারে
তোমারা সহায় হও, তোমরা কেউ বাধা দিও না হে
শিশুর মুতের ঘ্রাণে মুগ্ধ কাঁথা ভিজুক বিজনে;
একটি সংসার যদি সুখী হয়, আমিও তো সুখী
আর যদি সে কিছুই নয়, শুধু মারী, শুধু মহামারী!
ভালোবাসা দিতে গিয়ে দেয় শুধু ভুরুর অনল।
তোমরা কেউ আঘাত করো না তাকে, আহত করো না।
যদি সে কেবলি বিষ -- ক্ষতি নেই -- আমি তাকে বানাবো অমৃত!
==========
কল্যাণ মাধুরী
-আবুল হাসান
কবি আবুল হাসান
জন্ম: ৪ আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দ
মৃত্যুঃ ২৬ নভেম্বর ১৯৭৫ খ্রিস্টাব্দ
ছবিঃ নেট থেকে নেয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন